সড়ক নাকি বীজতলা !

সড়ক নাকি বীজতলা !

এম অহিদুজ্জামান ডিউক , প্রতিনিধি বাউফল: পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া কালিশুরি ইউনিয়ন সংযোগ সড়কটি আসলে সড়ক নাকি বীজতলা বুঝে চেনার উপায় নেই। সড়কের ইটের সুরকি উঠে গিঠে প্রায় ১ কিলোমিটার রাস্তা বীজতলার মতো হয়ে রয়েছে। যে কারনে দুটি ইউনিয়নের প্রায় অর্ধলাক্ষ মানুষ ভোগান্তিতে পরেছে। দূর্ভাগা এ এলাকার মানুষের আকুতি মিনতি কোন কিছুই নজরে আসছেনা জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।   
জানাগেছে, ২০১৬-১৭ অর্থ বছরে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাছিপাড়া টু কালিশুরি ইউপির প্রায় তিন কিলোমিটার সড়কে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে কার্পেটিং সড়কের দরপত্র আহবান করে। ওই সময় ঠিকাদার প্রতিষ্ঠানটি যথানিয়মে সড়কটির কাজ সম্পন্ন করে। কিন্তু বছর তিন পরেই ওই সড়কের ইট পাথরের সুরকি উঠে খানাখন্দের সৃষ্টি হয়। সড়কটি করুণ দশা শনির দশার মতোই চলছে। সড়কটি এখন পথচারীদের মরন ফাঁদ। স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সড়কটি নতুন করে মেরামতে কোন ব্যবস্থা না করায় সড়কটি দিয়ে মালবাহি ট্রাক, ট্রলিসহ যানবাহন চলাচলের কারণে সড়কটি বিটুমিন উঠে পাথর, ইট, খোয়া বর্ষার পানিতে মিশে মাটিতে একাকার হয়ে গেছে । সড়কটিতে শুধু এখন কাঁদা আর কাঁদা। মানুষ সড়কটি দিয়ে হাটতে গেলে হাটু পর্যন্ত কাঁদায় আটকে যায়। আর দুর্ঘটনা তাদের নিত্য সঙ্গী। টমটম রিক্সা উল্টে প্রায় দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। স্থানীয়রা জানান, সড়কটিতে এ বর্ষা মৌষুমে আমণ ধানের বীজ রোপণ করলে ভাল ধান হবে। সড়কটি দিয়ে এ্যাম্বুলেন্স, যাত্রবাহী গাড়ি চলাচলে বিঘœ ঘটায় পার্শ্ববর্তী কনকদিয়া থেকে বগা ইউপির সড়ক হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে উপজেলা সদরের সাথে যোগযোগ রক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান আহম্মেদ বলেন, জনস্বার্থে সড়কটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্যে দ্রæত স্টিমেট পাঠানো হবে।